পুলিশকে করোনায় সংক্রমণের চেষ্টা, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৮ এপ্রিল ২০২০

সারাবিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। এর মধ্যেও নানা প্রান্তে বিচিত্র সব ঘটনা ঘটেছে। সম্প্রতি তিউনিসিয়ায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পুলিশের শরীরে করোনা সংক্রণের চেষ্টা করেছিল।

গ্রেফতার হওয়াদের মধ্যে একজন সন্দেহভাজন জিহাদি সংগঠনের সদস্য। পুলিশকে করোনা সংক্রমণের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনার সংক্রমণ ছড়াতে সন্দেহভাজন জিহাদী তার সমর্থকদের ওপর প্রভাব খাটিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অপর অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। তাকে প্রতিদিন থানায় গিয়ে হাজিরা দিতে হতো। সে যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে কাশি দিয়ে পুলিশ কর্মকর্তাদের দেহে করোনার সংক্রমণ ঘটাতে চেয়েছেল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই ব্যক্তি আগে থেকেই করোনায় আক্রান্ত।

এদিকে, গ্রেফতার হওয়া অপর ব্যক্তিও নভেল করোনাভাইরাসে আক্রান্ত কীনা তা জানতে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদিনে জেবালি জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় কেবিলি এলাকা থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

তিউনিসিয়ায় কয়েকশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬৪। অপরদিকে মারা গেছে ৩৭ জন। এছাড়া চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪৩ জন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।