করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৯ জুন ২০২০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সাংখা দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৫২০ জন। আক্রান্ত হয়েছেন মোট ৮৪ লাখ ৫৩ হাজার ৮০ জন, এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১ লাখ ৩৪ হাজার ২১০ জন।

বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৮৭৬ জন। মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৩৮১ জন। সুস্থ হয়েছেন প্রায় ছয় লাখ।

সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ১৪২ জন। মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৭৪৮ জনের, সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৫ লাখ ৩০ হাজার মানুষ।

jagonews24

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া। সেখানে অন্তত ৫ লাখ ৬০ লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭ হাজার ৬৫০ জন, সুস্থ ৩ লাখ ১৩ হাজার।

আক্রান্তের হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ায় সবার শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন, মারা গেছেন ১২ হাজার ২৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৯৪ হাজার রোগী।

সংক্রমণের হিসাবে বর্তমানে ১৭তম অবস্থানে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন। মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন অন্তত ৪০ হাজার ১৬৪ জন।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।