সৌদি আরবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫
সৌদি আরবের পশ্চিমাঞ্চলে পবিত্র আশুরা উপলক্ষ্যে শোক মিছিলের জন্য সমাবেত একদল শিয়া মুসলিমের ওপর অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।
রক্ষণশীল আল-আহসা প্রদেশে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। এতে আরও ৩০ জন শিয়া মুসলিম আহত হয়েছেন। সৌদি আরবের পাশ্ববর্তী দেশ ইরাকেরও শিয়া মুসলিমদের ওপর বারবার হামলার ঘটনা ঘটে। গত রবিবার ইরাকের রাজধানী বাগদাদে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে ৩৪ জন শিয়া তীর্থযাত্রী নিহত হন।
ইরাকি কর্তৃপক্ষ এ ধরনের হামলার জন্য তাকফিরি সংগঠনকে দায়ী করে। ইরাকে হামলা চালানোর জন্য তাকফিরি সংগঠনকে সৌদি আরব অর্থায়ন করে বলেও অভিযোগ করে আসছে বাগদাদ। সূত্র : প্রেস টিভি