বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত
মহামারি করোনার ঊর্ধ্বমুখী চলছেই। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দুই লাখ ৯৪ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস সংক্রমিত কোভিড -১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে— প্রাদুর্ভাব শুরুর পর এযাবৎকালে যা একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে জানানো হয়েছে, দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পর এ নিয়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি ১০ লাখেরও বেশি। এছাড়া এখন পর্যন্ত ৭ লাখ ৭১ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বরাবরের মতোই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখেরও বেশি। এছাড়া এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজারের বেশি আমেরিকান করোনায় প্রাণ হারিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষ দশে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি ও স্পেন। ব্রাজিলে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগী প্রায় ৩৩ লাখ, ভারতে ২৫ লাখ, রাশিয়ায় ৯ লাখ ও দক্ষিণ আফ্রিকায় অন্তত ৫ লাখ ৭৯ হাজার মানুষ।
মোট আক্রান্তের হিসাবে ১৮ নম্বরে থাকলেও সক্রিয় করোনা রোগীর দিক থেকে শীর্ষ সাতে রয়েছে বাংলাদেশ। দেশে এখন পর্যন্ত মোট কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন, মারা গেছেন ৩ হাজার ৬২৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।
এসএ/পিআর