আন্দামানের বিপন্ন জনগোষ্ঠীর মাঝেও করোনার হানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৭ আগস্ট ২০২০

অডিও শুনুন

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকায় বিপন্ন একটি আদিবাসী জনগোষ্ঠীর মাঝেও ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এই এলাকার বিপন্ন গ্রেটার আন্দামানিজ জনগোষ্ঠীর অন্তত ১০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সেখানকার এক স্বাস্থ্য কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেছেন, আন্দামানের প্রত্যন্ত একটি দ্বীপে বসবাসকারী চার আন্দামানিজ গত সপ্তাহে করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়া এক মাস আগে আন্দামানের একটি নগরীতে বসবাসকারী অন্য ছয়জন গ্রেটার আন্দামানিজও করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রবাল প্রাচীর ঘেরা আন্দামান দ্বীপপুঞ্জে বিপন্ন পাঁচটি জনগোষ্ঠীর অল্প কিছু মানুষ এখনও টিকে আছেন। তাদের মধ্যে গ্রেটার আন্দামানিজও রয়েছে। আন্দামানের ৩৭টি দ্বীপের একটিতে বিপন্ন এই জনগোষ্ঠীর ৫৩ জন সদস্য বসবাস করেন বলে ধারণা করা হয়।

jagonews24

আন্দামান এবং নিকোবরে এখন পর্যন্ত ২ হাজার ৯৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গত জুনের শুরুর দিকে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত এই ভাইরাসে সেখানে প্রাণহানি ঘটেছে ৪১ জনের।

রাজধানী পোর্ট ব্লেয়ারের কাছে স্ট্রেইট আইল্যান্ডে বিপন্ন জনগোষ্ঠী গ্রেটার আন্দামানিজদের বসবাস। গত সপ্তাহে এই জনগোষ্ঠীর ৫৩ সদস্যের করোনা পরীক্ষা করা হয়। এতে তাদের মধ্যে চারজনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে বলে বিবিসিকে জানিয়েছেন সেখানকার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায়।

একদিনে এই জনগোষ্ঠীর সব সদস্যের করোনা পরীক্ষা করার জন্য উত্তাল সমুদ্রে নৌকায় চেপে গত সপ্তাহে স্ট্রেইট আইল্যান্ডে যান স্বাস্থ্য ও জরুরি সেবা কর্মীরা। ডা. অভিজিৎ বলেন, তারা সবাই খুবই সহযোগিতা করেছে।

jagonews24

গ্রেটার আন্দামানিজ জনগোষ্ঠীর সংক্রমিত দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য দু’জনকে কেয়ার সেন্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ডা. অভিজিৎ রায় বলেছেন, গত মাসে এই জনগোষ্ঠীর সংক্রমিত অন্য ছয় সদস্য; যারা দীর্ঘদিন ধরে নগরীতে বসবাস করে আসছিলেন, তারা ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র: বিবিসি।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।