করোনায় মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দুষলেন ইরানের তেলমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৩ নভেম্বর ২০২০

ইরানে প্রতিদিন গড়ে চারশর বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আরও এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ।

তিনি বলেছেন, তার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে যে চারশর বেশি মানুষ মারা যাচ্ছে, তার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের।কারণ করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রয়োজন, সেগুলো আমদানিতে যুক্তরাষ্ট্র সরকার বাধা দিচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্যাস রফতানিকারক দেশগুলোর সংগঠন জিইসিএফ’র ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিজান জাঙ্গানেহ এসব কথা বলেন।

তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রফতানির অর্থ দেশে আনতে না পারায় ইরান নানাবিধ সমস্যার মুখে পড়ছে। চূড়ান্তভাবে করোনা মহামারি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে।

বিজান জাঙ্গানেহ আরও বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গিয়ে ইরানের ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসা সামগ্রী কিনতে বাধা দিচ্ছে। এমনকি জরুরি খাদ্যসামগ্রী পর্যন্ত কেনার ব্যাপারে বাধা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।

এসব কারণে ইরানে করোনাভাইরাস রোধে কার্যকর পদক্ষেপ নেয়া জটিল হয়ে পড়েছে। ফলে ইরানে প্রতিদিন গড়ে করোনাভাইরাসে আক্রান্ত চারশর বেশি মানুষ মারা যাচ্ছে। এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে জানান ইরানের এই মন্ত্রী।

খবর : পার্সটুডে

এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।