কুয়েতে পৌঁছেছে ফাইজারের টিকার প্রথম চালান
কুয়েতে পৌঁছেছে ফাইজারের করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালানের ১ লাখ ৫০ হাজার ডোজ। বুধবার বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েতে এসে পৌঁছে এ চালান।
প্রথম চালানটি দেশটির মিশরেফ মেলাভূমিতে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। শুক্রবার থেকে টিকাদান প্রক্রিয়া কার্যক্রম শুরু করা কথা রয়েছে।
স্থানীয় গণমাধ্যম আল রাই ও আল কাবাস পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন। চিকিৎসকদের প্রথমে অগ্রাধিকার দেয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের ওপরে যাদের বয়স এবং যারা সামনের সারিতে কাজ করেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেয়া হবে এ ভ্যাকসিন। তৃতীয় ভাগে সাধারণ জনগণকে দেয়া হবে। ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে ৭৩ হাজার ৭০০ জন নিবন্ধন করেছেন।
জেএইচ