কুইবেকে করোনার সংক্রমণ ঠেকাতে কারফিউ
কানাডার কুইবেক প্রদেশে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে এই প্রথম কারফিউ জারি করা হয়েছে। আগামী শনিবার (৯ জানুয়ারি) থেকে লকডাউনের অংশ হিসেবে এ কারফিউ বলবৎ হবে।
কুইবেকের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস লিগাল্ট বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার থেকে নতুন এ লকডাউন এবং রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হবে। এসব পদক্ষেপ কার্যকর করতে পুলিশকে নির্দেশনা দিয়েছি।
লিগাল্ট আরও বলেন, যারা কারফিউ ভঙ্গ করবে, তাদের সর্বোচ্চ ৬ হাজার কানাডিয়ান ডলার (৭০০ মার্কিন ডলার) জরিমানা গুণতে হবে।
ঐতিহাসিকদের মতে, ১০০ বছর আগে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু’র পর থেকে কানাডায় আর এ ধরনের কারফিউ জারির নির্দেশ দেয়া হয়নি।
কুইবেকে বুধবার নতুন করে ২ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৭ জনের মৃত্যু হয়েছে।
এএএইচ/এমকেএইচ