পাকিস্তানে ফিরল কিশোর হায়দার, ভারত পেল বসিরকে

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর থেকে অজান্তে ভারতে প্রবেশ করেছিল ১৪ বছর বয়সী কিশোর আলী হায়দার। তাকে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনারা।
এর বিনিময়ে উদারতা দেখিয়েছে পাকিস্তান সেনাবাহিনীও। তারা ১৬ বছর বয়সী মোহাম্মদ বসির নামে এক ভারতীয় কিশোরকে ফেরত দিয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) পাকিস্তানি কিশোর আলী হায়দার ও ভারতীয় নাগরিক মোহাম্মদ বসির নিজ নিজ দেশে ফিরেছেন।
জানা গেছে, পুঞ্চ সেক্টর দিয়ে সম্প্রতি সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানি কিশোর আলী হাযদার। আর গত ২৪ ডিসেম্বর একই সীমান্ত এলাকা দিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে মোহাম্মদ বসির। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের পর এই বিনিময়ে সম্মত হয় দু’দেশ। এরপর শুক্রবার আনুষ্ঠানিকভাবে দুই কিশোর নিজ নিজ দেশে ফিরে যায়।
এএএইচ