লকডাউন শিথিল করল দক্ষিণ আফ্রিকা

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০১ মার্চ ২০২১

করোনাভাইরাস মহামারি ঠেকাতে আরোপিত লকডাউনের মাত্রা শিথিল করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে লকডাউনের কড়াকড়ি তৃতীয় স্তর থেকে প্রথম স্তর নামিয়ে আনা হয়েছে।

রোববার ২৮ (ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট রামাফোসা এবং ন্যাশনাল করোনাভাইরাস কমান্ড কাউন্সিল গত দুই সপ্তাহের বেশি সময় ধরে কোভিড -১৯ সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে লকডাউন শিথিল করার সিদ্ধান্তে উপনীত হন।

রামাফোসা বলেন, লকডাউন শিথিল করলেও চলমান রাত্রিকালীন কারফিউ এখন রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত থাকবে। ছোট আকারের সীমাবদ্ধতা, সামাজিক দূরত্ব এবং অন্যান্য স্বাস্থ্য প্রটোকলগুলোর অধীনে সমাবেশের অনুমতি দেয়া হবে। এই নিয়মের মধ্যে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সমাবেশ অন্তর্ভুক্ত থাকবে।

তিনি ঘোষণা দেন, বাড়ির ভেতরে যেকোনো সমাবেশে সর্বাধিক ১শ জন এবং বাইরের অনুষ্ঠানে সর্বোচ্চ আড়াইশ জন মানুষ থাকতে পারবে। সাধারণ লাইসেন্স বিধান অনুযায়ী অ্যালকোহল বিক্রয় অনুমোদিত থাকবে। তবে কারফিউয়ের সময় কোনো অ্যালকোহল বিক্রি করা যাবে না। জনসমাগমে মাস্ক পরা এখনও বাধ্যতামূলক থাকবে। না পরলে যথারীতি জরিমানা দিতে হবে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার ৩৩টি স্থল সীমান্ত পোস্ট বন্ধ থাকবে, উন্মুক্ত থাকবে ২০টি। একই সঙ্গে পাঁচটি বিমানবন্দর স্ট্যান্ডার্ড সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আন্তর্জাতিক ভ্রমণের জন্য উন্মুক্ত থাকবে। এগুলো হলো ওআর ট্যাম্বো, কেপটাউন, কিং শাকা, ক্রুগার এমপুমালঙ্গা এবং ল্যান্সেরিয়া বিমানবন্দর।

এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ হাজার।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।