ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ এএম, ১৮ এপ্রিল ২০২১

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি কোভিড-১৯ হাসপাতালে আগুন লেগে অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর- হিন্দুস্তান টাইমস।

শনিবার (১৭ এপ্রিল) রায়পুরের রাজধানী হসপিটালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে থাকা অন্যান্য রোগীদের বের করে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট অজয় যাদব বলেন, ওই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে একজন এবং শ্বাসকষ্টে বাকিদের মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হাসপাতাল মালিকের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগে মামলা করা হবে।

যাদব বলেন, নিহতরা গত কয়েকদিন ধরে করোনা চিকিৎসার জন্য হাসপাতালটিতে ভর্তি ছিলেন। একটি ফ্যানে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে তা অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কেন অগ্নি নির্বাপক ব্যবহার করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে এবং মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।