সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৩০ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ৩০ এপ্রিল ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

আবারও সংক্রমণের রেকর্ড ভাঙল ভারত, মৃত্যু কিছুটা কমেছে

ভারত যেন করোনা সংক্রমণের রেকর্ড ভাঙায় উন্মাদ হয়ে গেছে। গত কয়েকদিনের অবস্থা থেকে তেমনটাই মনে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আবারও ভারতে সংক্রমণের রেকর্ড হয়েছে। তবে আশার কথা হচ্ছে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার। এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৪৯৮ জন।

ব্রাজিলে মৃত্যু ৪ লাখ ছাড়াল

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যু চার লাখ ছাড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে যা বিশ্বে দ্বিতীয়। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ এক হাজার ৪১৭ জনের। আর আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় তিন হাজার একজনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে গত ১৪ দিনে গড়ে সর্বোচ্চ মৃত্যৃ ও শনাক্ত পরিলক্ষিত হচ্ছে।

করোনাভাইরাস : বাংলাদেশের ওপর সিঙ্গাপুরের নিষেধাজ্ঞা

সম্প্রতি বাংলাদেশে অবস্থান করেছেন এমন সকল ব্যক্তিদের সিঙ্গাপুরে প্রবেশ অথবা ট্রানজিট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি এই নিষেধাজ্ঞা জারি হয়েছে নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ওপরেও। সিঙ্গাপুরের করোনাভাইরাস বিষয়ক মাল্টি-মন্ত্রণালয় টাস্ক ফোর্স শুক্রবার এ তথ্য জানিয়েছে। আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিঙ্গাপুরে প্রবেশ অথবা ট্রানজিটের আগে ১৪ দিনের মধ্যে এই চারটি থেকেছেন এমন সকল দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদী পাসপোর্টধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে।

বাইডেনের কথামতো আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের বেশ কয়েকজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ বাস্তবায়নে প্রায় ১০০ জনের মতো সৈন্য ও সামরিক সরঞ্জাম উড়োজাহজে করে যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে। সূত্র জানায়, সৈন্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঠিকাদার ও সরকারি কর্মীরাও আফগানিস্তান থেকে চলে যাচ্ছেন। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে পেন্টাগন।

ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ৩১ মে পর্যন্ত

করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের মুখে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে ভারত। তবে ‘বন্দে ভারত মিশন’-এর মাধ্যমে আন্তর্জাতিক বাবল তৈরি করে এর আগে যেসব ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছিল, সেগুলো চালু থাকছে। অবশ্য বাবলে যুক্ত অন্য দেশগুলো আপত্তি না জানালেই এসব বিশেষ ফ্লাইট চলবে বলে জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)।

যুক্তরাষ্ট্র থেকে জরুরি সহায়তা পৌঁছাল ভারতে

করোনা সংক্রমণ ও মৃত্যুতে নাজেহাল হয়ে পড়েছে ভারত। ওষুধ, অক্সিজেন, হাসপাতালে বেডের সঙ্কটে দিশেহারা অবস্থা। এমন পরিস্থিতি আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ভারত। ইতোমধ্যেই বিভিন্ন দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রথমবারের মতো জরুরি কোভিড সহায়তা পৌঁছেছে ভারতে। করোনা পরিস্থিতিতে লড়াইে শুক্রবার সকালেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রে একটি সামরিক বিমান।

পশুর জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন বানাল রাশিয়া

পশুর জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ব্যাচ তৈরি করেছে রাশিয়া। এই ব্যাচে ভ্যাকসিনের ১৭ হাজার ডোজ রয়েছে। গত মার্চে কার্নিভ্যাক-কোভ নামের এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দেশটি। পরীক্ষায় দেখা গেছে, এই ভ্যাকসিন কুকুর, বিড়াল, শেয়াল ও মিংকের শরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। রুশ নিয়ন্ত্রক সংস্থা রোসেলখোজনাজোর এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ব্যাচের ভ্যাকসিন রাশিয়ার কয়েকটি অঞ্চলে সরবরাহ করা হবে।

ডুবে যাওয়া সেই সাবমেরিনটি উদ্ধার করবে ইন্দোনেশিয়া

বালি উপকূলে ডুবে যাওয়া সেই সাবমেরিনটি উদ্ধার করবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। সম্প্রতি দুর্ঘটনায় নিহত ৫৩ জন ক্রু সদস্যকে শ্রদ্ধা জানাতে স্বজনরা সমুদ্রের দিকে ফুল নিক্ষেপ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (২৫ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কেআরআই নাংগালা-৪০২ নামে ওই সাবমেরিনটি তিনটি খণ্ডে টুকরো হয়ে যাওয়া অবস্থায় সমুদ্রের তলায় পাওয়া গেছে।

ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়ে মোদিকে বার্তা পাঠালেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে মহামারি-প্রতিরোধী কার্যক্রম জোরদার ও সম্প্রতি ভারতে বেড়ে যাওয়া সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শান্তনা দিয়ে বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি করোনাভাইরাস প্রতিরোধে ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। চীনে উৎপাদিত মহামারিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করছে বলেও জানান তিনি।

এমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।