ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপে বিশ্ব আরও অনিরাপদ হয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬
জাতিসংঘ সদর দপ্তর/ ফাইল ছবি: এএফপি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এতে বিশ্ব আরও অনিরাপদ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানায়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের এক কণ্ঠে নিন্দা করা প্রয়োজন।

এক আকস্মিক অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদসহ চারটি ফৌজদারি অভিযোগ রয়েছে। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ করানো হয়।

জাতিসংঘ মানবাধিকার দপ্তর বলেছে, এই অভিযান আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে ক্ষতিগ্রস্ত করেছে—যেখানে বলা হয়েছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডের অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি দিতে পারে না।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এক কণ্ঠে এই নীতির পক্ষে দাঁড়ানো।

তিনি আরও বলেন, এটিকে মানবাধিকারের জয় বলা যায় না; বরং এই সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করেছে এবং প্রতিটি দেশকে আরও ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি বলেন, এটি এমন একটি বার্তা দেয় যে শক্তিশালী রাষ্ট্রগুলো যা খুশি তাই করতে পারে।

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মতে, ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার কেবল সে দেশের জনগণেরই থাকা উচিত। অস্থিতিশীলতা ও অতিরিক্ত সামরিকীকরণ সেখানে মানবাধিকার পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।