পশ্চিমবঙ্গে বন্ধ লোকাল ট্রেন, বাসে লাগবে করোনা রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১২ এএম, ০৬ মে ২০২১

নির্বাচিত হওয়ার পরই করোনা পরিস্থিতি সামাল দিতে তৎপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরই ধারাবাহিকতায় তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন।

এর মধ্যে বৃহস্পতিবার (৬ মে) থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকছে। এছাড়া ৫০ শতাংশ সরকারি পরিবহন এবং মেট্রো চলবে। অপরদিকে নিত্যপণ্যের বাজার ও ব্যাংক খোলা রাখার সময় পরিবর্তন করা হয়েছে। তবে শপিং মল, স্পা, জিম, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সরকার অফিসে ৫০ শতাংশ হাজিরা করা হচ্ছে। সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে। তবে ৫০ জন নিয়ে বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠান করা যাবে। এজন্য অনুমতি নিতে হবে।

নবান্নের পক্ষে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। বিমানযাত্রা ও আন্তঃরাজ্য বাস পরিষেবায় কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

এছাড়া সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

সম্পূর্ণ লকডাউন না করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মমতা। সূত্র : ইন্ডিয়া টুডে

জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।