সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ০৬ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৬ মে ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারতে ৪ লাখ ১২ হাজার নতুন রোগীর বিশ্বরেকর্ড, মৃত্যু প্রায় ৪ হাজার

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ আরও উঁচুতে উঠল ভারতে। বুধবার আক্রান্ত-মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে দেশটি। এদিন সেখানে নতুন করে ৪ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা এর আগের সর্বোচ্চ রেকর্ডের চেয়ে অন্তত ১০ হাজার বেশি। এছাড়া মারা গেছেন প্রায় চার হাজার রোগী।

করোনা টিকার পেটেন্ট উন্মুক্ত করায় সায় যুক্তরাষ্ট্রের

করোনাভাইরাসরোধী টিকার মেধাসম্পদ উন্মুক্ত করার বিষয়ে অবস্থান বদলাল যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) এ সংক্রান্ত একটি প্রস্তাবে সায় দিয়েছে বাইডেন প্রশাসন। এটিকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি ‘স্মরণীয় মুহূর্ত’ বলে মনে করছেন অনেকে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় টিকাসহ জরুরি চিকিৎসা সরঞ্জামগুলোর মেধাসম্পদ উন্মুক্ত করার দাবি জানিয়ে গত অক্টোবরে ডব্লিউটিও‘তে একটি প্রস্তাব উত্থাপন করে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত তাদের ওই প্রস্তাবে সমর্থন দিয়েছে ১০০টিরও বেশি দেশ।

এবার এক ডোজের ‘স্পুটনিক লাইট’ ভ্যাকসিনের অনুমোদন দিল রাশিয়া

রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-৫ এর নতুন সংস্করণ এক ডোজের ‘স্পুটনিক লাইট’ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছেন। ভ্যাকসিনটি তৈরিতে বিনিয়োগে সহায়তা করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। এক বিবৃতিতে তারা জানায়, স্পুটনিক লাইট ৭৯.৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। দুই ডোজের স্পুটনিক-৫ ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

বন্ধই থাকছে ট্রাম্পের ফেসবুক-ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষেধাজ্ঞা বহাল থাকছে। বুধবার (৫ মে) ফেসবুকের ওভারসাইট বোর্ডও এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে। তবে ফেসবুকের সাধারণ সাজার বাইরে গিয়ে তার অ্যাকাউন্ট স্থায়ী বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেছে ওভারসাইট বোর্ড। নির্বাচনে পরাজয়ের পর গত ৬ জানুয়ারি তার সমর্থকেরা ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালান। ওই ঘটনার পর ট্রাম্পের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়।

যুক্তরাজ্যে করোনা ঠেকাতে দেয়া হবে টিকার তৃতীয় ডোজ

যুক্তরাজ্যে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে আসায় পূর্বের ঘোষণা অনুযায়ী ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন। তবে আগামী বসন্ত শুরুর আগেই ক্রিসমাসের সময় করোনার হুমকি ঠেকাতে এবার ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার তৃতীয় ডোজ দেয়ার চিন্তা করছে দেশটি। সম্প্রতি এক ব্রিটিশ সংবাদমাধ্যমে ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ক্রিস উইটি একথা জানান।

বাংলাদেশসহ ৩৮ দেশের ওপর সৌদির ভ্রমণ নির্দেশিকা

সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেও কিছু দেশের ক্ষেত্রে বিধি-নিষেধ নির্ধারণ করে দেয়া হচ্ছে। সোমবার রাত ১টা থেকে আগামী ১৭ মে পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সৌদিতে ভ্রমণের আগে অবশ্যই দেশটির অনুমোদন গ্রহণ করতে হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের ওপর ভ্রমণ নির্দেশিকা এবং দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে সৌদি আরব।

ইন্দোনেশিয়ার বিমানবন্দরে করোনা টেস্টে ভয়াবহ জালিয়াতি

ইন্দোনেশিয়ার একটি বিমানবন্দরে করোনা টেস্টে ভুয়া পজিটিভ রিপোর্ট আসছে বলে অভিযোগ করছিলেন যাত্রীরা। একারণে বিষয়টি খতিয়ে দেখতে এক পুলিশ কর্মকর্তা ছদ্মবেশে যাত্রী সেজে পরীক্ষা করতে যান। ঘটনাক্রমে তার রিপোর্টও পজিটিভ আসে। তখন অন্য পুলিশ সদস্যরা বিমানবন্দরের পরীক্ষাগারে অভিযান চালান। সেখান থেকে একাধিকবার ব্যবহার করা টেস্ট কিট উদ্ধার করেন তারা।

অর্থ আত্মসাতের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কাতারের অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএতে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়ে। এ বিষয়ে তদন্ত চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনি কিশোর নিহত

১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বুধবার ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘর্ষ চলাকালে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। পাশাপাশি এই সপ্তাহের শুরুর দিকে ফিলিস্তিনি এক বন্দুকধারীর গুলিতে আহত এক ইসরায়েলি কিশোর আজ মারা গেছে।

করোনার তৃতীয় ঢেউয়ে ঈদ উৎসব নিষিদ্ধ করল মিসর

করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে মিসরে। এ কারণে সব ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করেছে দেশটি। নিষিদ্ধ করা হয়েছে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দু’সপ্তাহ সেখানে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এমকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।