আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা। সোমবার (১০ মে) শপথ গ্রহণ করেন তিনি।
হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও বেশ কয়েকজন মন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আসামের জনপ্রিয় মুখ হেমন্ত বিশ্ব শর্মা দীর্ঘদিন ধরেই এই পদের দাবিদার ছিলেন। তাকে অভিনন্দন জনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার এক টুইট বার্তায় মোদি লেখেন, ‘হেমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য মন্ত্রীদের অভিনন্দন জানাচ্ছি, যারা আজ শপথ নিয়েছেন। আমি নিশ্চিত যে, এই দল আসামের উন্নয়নের পথ ত্বরান্বিত করবে এবং জনগণের চাহিদা পূরণ করবে।’
আরেক টুইট বার্তায় বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে অমিত শাহ লিখেছেন, ‘আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়া হেমন্ত বিশ্ব শর্মাকে তার নতুন যাত্রার জন্য অভিনন্দন। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির নির্দেশনা এবং আপনার নেতৃত্ব আসাম রাজ্যে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির এক নতুন মানদণ্ড স্থাপন করবে।’
দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে আসামের এই দুই হেভিওয়েট মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ম্যারাথন বৈঠক হয়। সেখানে সনোয়ালকে আসামের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ব্যাপারে রাজি করেন নাড্ডা-শাহরা। সেই মতো গতকাল রোববার গুয়াহাটির লাইব্রেরি অডিটোরিয়ামে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে নিজেদের নেতা হিসেবে হেমন্ত বিশ্ব শর্মাকে নির্বাচন করেন বিজেপি বিধায়করা।
এমএসএইচ/জিকেএস