এলোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, চাপের মুখে ক্ষমা চাইলেন রামদেব
অডিও শুনুন
করোনাভাইরাসের চিৎকিসায় এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাপের মুখে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিতর্কিত ভারতীয় ধর্মগুরু বাবা রামদেব। সম্প্রতি তিনি বলেছিলেন, করোনা চিকিৎসায় আধুনিক পদ্ধতি ব্যবহারের কারণেই অধিকসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটছে।
তার এই মন্তব্যের জেরে ভারতজুড়ে বিশাল বিতর্ক শুরু হয়। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠেন চিকিৎসকরা। ক্ষুব্ধ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও (আইএমএ)। বিষয়টি নিয়ে রামদেবকে চিঠি পাঠান ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও। তারপরই চিঠি দিয়ে নিজের মন্তব্য প্রত্যহার করেন রামদেব।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে উদ্দেশ্য করে রামদেব লেখেন, ‘আপনার চিঠি পেয়েছি। এই প্রসঙ্গে এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে শুরু হওয়া সমালোচনা বন্ধ করতে আমি আক্ষেপের সঙ্গে আমার মন্তব্য প্রত্যাহার করছি।’
ওই চিঠিতে হর্ষ বর্ধন লেখেন, ‘এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনার মন্তব্যে দেশবাসী আহত হয়েছে। আমি আগেই এ নিয়ে আপনাকে ফোনে বলেছি। দেশবাসীর কাছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভগবানের সমান। তারা করোনার বিরুদ্ধে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন। আপনি শুধু করোনা যোদ্ধাদের অপমানিত করেননি, দেশের মানুষের অনুভূতিতেও আঘাত করেছেন। আপনার গতকালের উদ্ধৃতি এর জন্য যথেষ্ট নয়। আমি আশা করব আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে ভালোভাবে বিবেচনা করবেন।’
এছাড়া, আইএমএর পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে রামদেবকে। সেখানে ওই বক্তব্যের জন্য তাকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে।
এসএস/জেআইএম