মাস্ক না পরায় হাতে-পায়ে পেরেক ঢোকাল ভারতীয় পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৬ মে ২০২১

মাস্ক না পরায় ভারতের উত্তরপ্রদেশে এক ব্যক্তির হাত-পায়ে পেরেক গেঁথে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছে ভারতীয় পুলিশ।

সম্প্রতি উত্তরপ্রদেশের বারেইলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়েই ভুক্তভোগীর মা স্থানীয় থানায় ছুটে যান। ওই নারীর অভিযোগ, থানা থেকে বলা হয় তার ছেলেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এরপর হন্যে হয়ে ছেলেকে খুঁজতে শুরু করেন তিনি। কয়েক ঘণ্টা পর গুরুতর জখম অবস্থায় ছেলেকে খুঁজে পান বলে দাবি করেন তিনি।

ওই নারীর অভিযোগ, ছেলের হাত-পায়ে পেরেক গেঁথে দিয়েছে পুলিশ। গ্রেফতারেরও হুমকি দেয়া হয়েছে।

বুধবার বিষয়টি ভারতীয় নারী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন তিনি।

তবে স্থানীয় পুলিশের সহকারী পুলিশ সুপার রোহিত সাজওয়ান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে মুক্তি পেতে পুলিশের বিরুদ্ধেই সে পাল্টা অভিযোগের চক্রান্ত করেছে। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।