মহারাষ্ট্রে লকডাউনের মেয়াদ বাড়ল ১৫ জুন পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ৩১ মে ২০২১

১৫ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার। তবে সেখানকার বেশ কিছু জেলার পরিস্থিতি বিবেচনা করে ছাড় দেয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন ভারতের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর।

তিনি বলেন, ‌‘লকডাউনের কারণে অনেকে অসন্তুষ্ট হচ্ছেন। আন্দোলনের হুমকি দিচ্ছেন। তাদের কাছে আমার অনুরোধ, ধৈর্য ধরুন। এই বিধিনিষেধ চাপিয়ে আমি উপভোগ করছি না। এটা এই মুহূর্তে খুবই প্রয়োজন।’

মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সুস্থ হওয়ার হারও বেড়েছে। তবে এখন তৃতীয় ঢেউয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সংক্রমণ কমলেও বিধিনিষেধে শিথিলতা আনাটা কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন উদ্ধব।

এ বিষয়ে তিনি বলেন, ‘জানি না কখন এবং কোন দিন তৃতীয় ঢেউ আসবে। সুতরাং শৈথিল্য চলবে না। শহরে সংক্রমণ কমলেও গ্রামগুলোতে সংক্রমণ বাড়ছে। যা খুবই উদ্বেগের।’

উদ্ধব ঠাকুর বলেন, ‘তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ বিশেষজ্ঞরা বলেছেন শিশুদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। শিশু বিশেষজ্ঞ এবং হাসপাতালগুলোতে শিশুদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখার কাজ শুরু করেছি।’

কোভিডে যেসব ছেলেমেয়ে বাবা-মা হারাচ্ছে তাদের দায়িত্ব মহারাষ্ট্র সরকার নেবে বলেও জানিয়েছেন উদ্ধব। এ নিয়ে খুব শিগগিরই নির্দেশিকা জারি করা হবে।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।