দুই মাস পর পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ৫ হাজারের নিচে
অডিও শুনুন
প্রায় দুই মাস পর শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ ৫ হাজারের নিচে নেমেছে। এর আগের ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৪ হাজার ৮৮৩ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন পশ্চিমবঙ্গে করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। আর করোনা থেকে সুস্থ হয়ে ওঠেন ৪ হাজার ৩২১ জন।
মৃতদের মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ২০ জন, নদীয়ার ১০ জন, হুগলির ৬ জন, পূর্ব মেদিনীপুরের ৫ জন, জলপাইগুড়ির ৫ , দক্ষিণ ২৪ পরগনার ৪ জন, পূর্ব বর্ধমানের ৪ জন, বাঁকুড়ার ৪ জন, দার্জিলিং ৩ জন, মালদহের ২ জন এবং হাওড়ার ২ জন। এছাড়া, উত্তর দিনাজপুর, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুরেও ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয় এদিন।
জানা গেছে, বর্তমানে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ উত্তর ২৪ পরগনা জেলায়। শুক্রবার পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ছিল ৮ দশমিক ৪২ শতাংশ।
টিকাদান ও পরীক্ষা
শুক্রবারের আগের ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে টিকা পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৭০ জন। এদিন রাজ্যটিতে পরীক্ষা হয়েছে ৬২ হাজার ৬১৪ জনের।
এসএস/এএসএম