ভারতে সংক্রমণ-মৃত্যু দুটোই কমেছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৫ জুন ২০২১

ভারতে কমেছে দৈনিক কোভিড-১৯ সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন। তবে ৫ দিন পর ভারতে দৈনিক মৃত্যহার নেমেছে ৩ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। এ নিয়ে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জন।

এই মুহূর্তে ভারতের বেশিরভাগ রাজ্যেই সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। ফলে কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১২৯ জন। গত ২ মার্চের পর রাজ্যটিতে এটাই সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা।

এছাড়া কর্নাটকেও কমেছে আক্রান্তের সংখ্যা। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা রয়েছে ৭ হাজারের নীচে। কেরালাতেও সংক্রমণের হার রয়েছে ৮ হাজারের ঘরে। তবে তামিলনাড়ুতে এখনও সেভাবে কমেনে আক্রান্তের হার। রাজ্যটিতে দৈনিক আক্রান্ত সাড়ে ১২ হাজারের ওপরেই থাকছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আক্রান্তের সংখ্যা নেমেছে ৫ হাজারের নীচে।

এছাড়া ভারতে কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। সোমবার সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ১০ লাখের নীচে। গত ২৪ ঘণ্টার হিসাবে তা প্রায় ৬০ হাজার কমেছে। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এএমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।