সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৮ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৮ জুন ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুদ্ধবিরতি ভেঙে গাজায় দ্বিতীয় দফা বিমান হামলা ইসরায়েলের

গত মাসে ১১ দিনের লড়াই শেষে মেনে নেয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা। জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবন এবং খান ইউনিস শহরের পূর্বে একটি কৃষিমাঠেও আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৪০ লাখ: রয়টার্স

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার এমন তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। তাদের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রথম ২০ লাখের মৃত্যু হয়েছে এক বছরের বেশি সময় ধরে। পরবর্তী ২০ লাখের প্রাণহানি হয়েছে মাত্র ১৬৬ দিনে। ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় নাজুক পরিস্থিতিতে পড়েছে কয়েকটি দেশ। ভারতের পরই ভয়াবহ পরিস্থিতি পার করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। যদিও সম্প্রতি বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনায় দেশ দুটিতে কমেছে মৃত্যুহার।

দুই মাস পর ভারতে দৈনিক মৃত্যু দেড় হাজারের ঘরে

গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার (১৮ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান বলছে, সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩। তবে গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। প্রায় দু’মাস পর দেশের দৈনিক মৃত্যু এতটা কম হলো। এর আগে, গত ১৮ এপ্রিল দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন। এ নিয়ে ভারতে করোনাভাইরাস মোট ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ায় পুলিশকে হত্যা করে ৮০ শিক্ষার্থী অপহরণ

নাইজেরিয়ায় বন্দুকধারী দুষ্কৃতরা এক পুলিশ সদস্যকে হত্যা করে অন্তত ৮০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষককে অপহরণ করেছে। গত বৃহস্পতিবার দেশটির কেব্বি রাজ্যে এ ঘটনা ঘটেছে। গত তিন সপ্তাহের মধ্যে এটি উত্তরপশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ায় তৃতীয় গণঅপহরণের ঘটনা। দস্যুরা মুক্তিপণের জন্য এসব ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় কর্তৃপক্ষের।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ইব্রাহিম রাইসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মতামত জরিপে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ৬০ বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসি। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলে এমনটা জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটির সাথে সাক্ষাৎকালে ইরানের রাজনৈতিক বিশ্লেষক হামিদ রেজা গোলামজাদেহ বলেন, ৬০ থেকে ৭৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের একটা বড় অংশই রাইসিকে বেছে নিচ্ছেন।

আল-আকসায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ

পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন। জুম্মার নামাজের পর ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মঙ্গলবার কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলে মহানবী (সা.) কে অপমানের প্রতিবাদে শুক্রবার এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। এতেই হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

মহামারিতেও যুদ্ধ-সহিংসতায় বাস্তুচ্যুত ২৯ লাখ মানুষ

চলমান কোভিড-১৯ মহামারির মধ্যেও সারাবিশ্বে থেমে নেই যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো। এতে শুধু গত বছরই বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছেন ২৯ লাখেরও বেশি মানুষ। ফলে পৃথিবীতে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৪ লাখে। ২০১৯ সালেও যে সংখ্যা ছিল ৭ কোটি ৯৫ লাখ। শুক্রবার এসব তথ্য উঠে এসেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বার্ষিক গ্লোবাল ট্রেন্ডস রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বে এক বছরে বাস্তুচ্যুত মানুষ বেড়েছে ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত উ. কোরিয়া

চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও আপত্তি নেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। তবে শুধু আলোচনা নয় যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধেও প্রস্তুত তিনি। বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন কিম। তিনি বলেন, উত্তর কোরিয়ার মর্যাদা রক্ষায় নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

ভারতে ১৮ দিনে ১০ বার বেড়েছে জ্বালানির দাম

ভারতে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশটিতে গত ১৮ দিনে ১০ বার বেড়েছে পেট্রলের দাম। ফলে জ্বালানিটির দাম ১শ’র গণ্ডি পার করেছে সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। তবে চার মেট্রো শহরের মধ্যে কলকাতাতেই মূল্য সর্বনিম্ন। বৃহস্পতিবারের হিসাবে কলকাতায় প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৬ দশমিক ৮৪ ও ৯০ দশমিক ৫৪ রুপি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরেও ভারতের বাজারে দামের ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

যুক্তরাষ্ট্রে গাড়িতে ঘুরে দেড় ঘণ্টা তাণ্ডব চালাল বন্দুকধারী

যুক্তরাষ্ট্রে আবারো বেপরোয়া তাণ্ডব চালালো উন্মত্ত বন্দুকধারী। বৃহস্পতিবার দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যে গাড়িতে ঘুরে ঘুরে মানুষজনকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃত। এতে অন্তত একজন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন। ওই বন্দুকধারী ফিনিক্স শহরের আশপাশে গাড়িতে ঘুরতে ঘুরতে মানুষের ওপর এলোমেলো গুলি চালায়। এভাবে টানা দেড় ঘণ্টা তাণ্ডবের পর অবশেষে তাকে ধরতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

এমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।