ভারতে সন্তান জন্মদানের পরেই নেয়া যাবে ভ্যাকসিন
গর্ভাবস্থায় করোনার ভ্যাকসিন না নেওয়ার কথা জানিয়েছিল ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলো। বিশেষজ্ঞরাও এ ব্যাপারে একমত ছিলেন। প্রথমদিকে ভ্যাকসিনের বিষয়ে বলা হয়েছিল, গর্ভবতী নারীরা ছাড়াও যেসব মা সন্তানকে স্তন্যদান করছেন তারাও ভ্যাকসিন নিতে পারবেন না।
তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো ভারতীয় প্রশাসন। নারীরা সন্তান জন্মদানের পরই ভ্যাকসিন নিতে পারবেন বলে জানানো হয়েছে। ফলে যেসব নারীরা সন্তানদের স্তন্যপান করাচ্ছেন তাদেরও ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
নীতি আয়োগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর স্তন্যদান করতে কোনও অসুবিধা নেই। এক্ষেত্রে এক ঘণ্টাও অপেক্ষা করতে হবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানিয়েছেন, ভ্যাকসিন গ্রহণের পর স্তন্যদান করতে কোনও সমস্যা নেই। যেকোনও সময় মা তার সন্তানকে স্তন্যদান করাতে পারেন।
দিল্লির ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড জিটিবি হসপিটালের ডিপার্টমেন্ট অব কমিউনিটি মেডিসিনের প্রফেসর ডা. খান আমির মারুফ বলেছেন, ভ্যাকসিন নেওয়ার পর নবজাতককে স্তন্যদান করতে কোনও মায়েরই অসুবিধা হবে না। তাই প্রসবের পর ভ্যাকসিন নিতে দেরি করার কোনও মানেই হয় না।
তিনি আরও বলেন, এক্ষেত্রে নারীদের কোনও অতিরিক্ত সতর্কতা মেনে চলতে হবে না। সাধারণ ক্ষেত্রে যেসব সতর্কতা মানতে হয় এক্ষেত্রেও সেই একই সতর্কতা মেনে চললেই হবে।
এদিকে ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৪৪৭ জন।
এখন পর্যন্ত ভারতে মাত্র ৫ শতাংশ মানুষকে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ১৩০ কোটির বেশি জনসংখ্যার দেশটিতে ১০৮ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
টিটিএন/জিকেএস