যুক্তরাজ্যে ফের সংক্রমণ বাড়ছে, একদিনে শনাক্ত প্রায় ২৮ হাজার
অডিও শুনুন
যুক্তরাজ্যে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবার (১ জুলাই) একদিনে নতুন করে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৮৯ জন। যা গত ২৯ জানুয়ারির পর একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড। করোনার নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) এ সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞরা।
এদিকে গতকাল বুধবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ৬৮ জন, মঙ্গলবার ছিল ২০ হাজার ৪৭৯ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ ২৮ হাজার ৪৬৩ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৭৯৫ জন।
যুক্তরাজ্যে বৃহস্পতিবার করোনায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২২ জনের, যা গতকাল ছিল ১৪ জন, মঙ্গলবার ছিল ২৩ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ১৬২ জনে।
যুক্তরাজ্যে ১৮ বছরে ওপরে সবাইকে করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৯৭৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন কোটি ৩০ লাখ ৪৮ হাজার ১৯৯ জন।
এআরএ