যুক্তরাষ্ট্রে ১৩ গরিলার শরীরে মিললো করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় একটি চিড়িয়াখানার ১৩টি গরিলার করোনা শনাক্ত হওয়ার খবর মিলেছে। করোনার লক্ষণ দেখে পরীক্ষা করে দেখা যায়, চিড়িয়াখানার ২০টি গরিলার মধ্যে ১৩টিই আক্রান্ত। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

অন্য এক প্রতিবেদনে জানা যায়, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ডায়গনস্টিক ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে, চিড়িয়াখানার ১৩টি গরিলাই করোনা আক্রান্ত।

jagonews24

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, গরিলাগুলোর দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তির মাধ্যমে ছড়াতে পারে ভাইরাস। যদিও ওই ব্যক্তি টিকা নিয়েছিলেন এবং সুরক্ষা সরঞ্জামও ব্যবহার করতেন। তবে আমেসে ন্যাশন্যাল ভেটেরিনারি সার্ভিসেস গবেষণাগারের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, গরিলারা চারটি গ্রুপে থাকতো। এখন তাদের আলাদা রাখা হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাদের টিকা দেওয়া হবে। আপাতত মনোকলোনাল অ্যান্টিবডির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে গুরুতর আক্রান্তদের।

jagonews24

প্রাণী স্বাস্থ্যবিষয়ক চিড়িয়াখানার জেষ্ঠ্য কর্মকর্তা স্যাম রিভেরা বলেন, মনিটরিং টিম খুব নিবিড়ভাবে তাদের দেখভাল করছে। আশা করা হচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। সান দিয়েগো চিড়িয়াখানা গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল তাদের আটটি গরিলা করোনা আক্রান্ত। এরপর ক্যালিফোর্নিয়া চিড়িয়াখানাও জানায়, বিপন্ন তালিকায় থাকা দুটি স্নো লেপার্ড করোনায় আক্রান্ত হয়।

এসএনআর/এএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।