জাপানিদের ঘরের বাইরে ঘোরাঘুরিতে লাগবে টিকাসনদ!
হোটেল-রেস্টুরেন্ট, স্টেডিয়ামের মতো জায়গাগুলোতে প্রবেশে টিকাসনদ দেখানোর নিয়ম চালু করতে যাচ্ছে জাপান। চলতি মাস থেকে দেশটির ১৩টি অঞ্চলে পরীক্ষামূলকভাবে কার্যকর হচ্ছে এ নিয়ম। পরীক্ষা সফল হলে বড় পরিসরে দীর্ঘ মেয়াদে নিয়মটি কার্যকরের পরিকল্পনা রয়েছে জাপান সরকারের।
জাপান টাইমসের খবর অনুসারে, হোটেল-রেস্টুরেন্টের পাশাপাশি কিছু স্টেডিয়াম, ছোট মিউজিক ভেন্যু ও থিয়েটারে এ পরীক্ষা চালানো হবে। এতে দেখা হবে, ক্রেতা বা দর্শকদের টিকা নেওয়া বা করোনা টেস্টের নেগেটিভ রেজাল্ট প্রদর্শনের বাধ্যবাধকতা কতটা কার্যকর সম্ভব হয়।
এছাড়া, অনুষ্ঠানস্থলে কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে তাৎক্ষণিক কী ব্যবস্থা নেওয়া হয় সেটিও পর্যবেক্ষণ করা হবে এই পরীক্ষায়।
করোনাভাইরাস মহামারি রোধে দীর্ঘদিন জরুরি অবস্থা জারি থাকার পর গত শুক্রবার (১ অক্টোবর) থেকে বিধিনিষেধ শিথিল করেছে জাপান। ধারাবাহিকভাবে সংক্রমণের হার কমে আসায় জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এবার দেশটির লক্ষ্য অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমকে আগের অবস্থায় ফেরানো।
টিকাসনদ দেখানোর এই পরীক্ষাকে একটি ফ্রেমওয়ার্ক ধরে এগোতে চায় জাপান সরকার। ভবিষ্যতে ফের সংক্রমণ বাড়লে আবার কঠোর বিধিনিষেধ না দিয়ে কীভাবে স্বাভাবিক জীবনযাত্রা চালু রাখা যায় সেটিই পরীক্ষা করবে তারা।
পরীক্ষার নিয়ম অনুসারে, কেউ দুই ডোজ টিকা নেওয়া অথবা করোনা নেগেটিভ সনদ দেখালে তার জন্য বিধিনিষেধ শিথিল হবে। ভবিষ্যতে পর্যটন খাতেও এই পরীক্ষা চালাতে চায় জাপান।
কেএএ/জেআইএম