করোনায় বিশ্বে মারা গেলেন অর্ধকোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০২ অক্টোবর ২০২১
দিল্লির একটি শ্মশানে পোড়ানো হচ্ছে করোনায় আক্রান্তদের মরদেহ। ছবি: সংগৃহীত

করোনার ডেল্টা ধরন এখনও প্রাণ কেড়ে নিচ্ছে বহু মানুষের। দেড় বছরের বেশি সময় ধরে চলা মহামারিতে এ পর্যন্ত অর্ধকোটি অর্থাৎ ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। রয়টার্সের পরিসংখ্যান বলছে এ তথ্য।

পরিসংখ্যানে উঠে আসা চিত্র বিশ্লেষণ করলে জানা যায়, করোনা মহামারি শুরুর এক বছরে ২৫ লাখ মানুষের মৃত্যু হয় সারাবিশ্বে আর বাকী ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে গত আট মাসের মধ্যে। করোনায় মৃত্যু এবং সংক্রমণের তালিকায় এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং ভারত।

গোটা বিশ্বে গত সপ্তাহেও গড়ে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে বা প্রতি মিনিটে মারা গেছেন পাঁচজন করে। যদিও সম্প্রতি মৃত্যুহার কমতির দিকে দেখা যাচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনার ডেল্টা ধরন সংক্রমণ ঘটাচ্ছে ১৯৪টি দেশের মধ্যে ১৮৭টি দেশে।

বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচিও অব্যাহত রয়েছে। টিকা বৈষম্য এখনও প্রকট ধনী ও গরীব দেশগুলোর মধ্যে। টিকা না নেওয়া ব্যক্তিরাই মূলত ডেল্টার ধরনে কাবু হচ্ছেন। হার মানছেন মৃত্যুর কাছে। এর মাঝেই রয়টার্সের পরিসংখ্যান জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫০ লাখ ছুঁলো।

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।