সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৪ অক্টোবর ২০২১
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিশ্বে একদিনে ৪৬২৫ জনের মৃত্যু, সংক্রমিত তিন লক্ষাধিক
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এ ভাইরাসে চার হাজার ৬২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ তিন হাজার ১২৭ জন। আর নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৫১ হাজার ২০৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় পাঁচ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়। এই সময়ে নতুন করে আক্রান্ত হন তিন লাখ ৪৯ হাজার ৭৪২ জন।
বাংলাদেশিসহ ইউরোপগামী ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে আটকালো লিবিয়া
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে বিভিন্ন দেশের প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে আটকেছে লিবিয়ান কোস্টগার্ড বাহিনী। রোববার (৩ অক্টোবর) ধরা পড়া এসব লোকের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য নিশ্চিত করেছে।
ইতালিতে ভবনের ওপর ভেঙে পড়ল প্লেন, নিহত ৮
ইতালিতে একটি ভবনের ওপর প্লেন বিধ্বস্তের ঘটনায় ৮ জন নিহত হয়েছে। ব্যক্তিগত একটি ছোট প্লেন একটি খালি অফিস ভবনের ওপর ভেঙে পড়ে। দেশটির উত্তরাঞ্চলীয় মিলান শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্লেনের সব আরোহী প্রাণ হারিয়েছেন। প্লেনটি মিলানের লিনেট বিমানবন্দর থেকে সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের পর এটি গন্তব্যে পৌঁছানোর আগেই বিধ্বস্ত হয়।
মহানবির (সা.) ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত
মহানবি হজরত মুহম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সে সময় একটি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে।
লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার তিনি হামলার অভিযোগ করে বলেন, এ ঘটনায় তিনি ভীত নন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনে তার বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, গাড়ির দরজার গ্লাস ভেঙে রাজনৈতিক বার্তা লেখা চিরকুট রেখে গেছে হামলাকারীরা। তবে গাড়ির ভেতরের জিনিসপত্র অক্ষত রয়েছে বলে জানান তিনি। এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে করছেন টিউলিপ সিদ্দিক।
সম্পর্ক উন্নয়নে উত্তর ও দক্ষিণ কোরিয়ার ফোনালাপ
এক মাস ধরে চলা উত্তেজনা প্রশমনে টেলিফোনে কথা বলেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা। স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়টি জানায়, আগস্টের পর প্রথম কথা বললেন দেশ দুটির নেতারা। এদিকে, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকেও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা নিয়ে জানানো হয়, সম্পর্ক নির্ভর করছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের আচরণের ওপর।
ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান-ইরানে নিহত ১০
ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান এবং ইরানে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরানে মারা গেছে ৬ জন এবং ওমানে তিনজন। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় তাণ্ডবে ওমানে শিশুসহ অন্তত চারজন মারা গেছে। এদিকে ঘূর্ণিঝড় ওমানে আঘাত হানার পর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।
ইরানের সঙ্গে সংলাপের কথা জানালো সৌদি
সৌদি আরব গত মাসে তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছে। দেশটির সঙ্গে উত্তেজনা কমানোর জন্যই এ বৈঠক হয়। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রোববার (৩ অক্টোবর) বলেন, ইরানের সঙ্গে চতুর্থ দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে গত ২১ সেপ্টেম্বর।
কৃষক ‘হত্যার’ প্রতিবাদে যাওয়ার পথে আটক প্রিয়াঙ্কা গান্ধী
উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে চার কৃষক ‘হত্যার’ প্রতিবাদে যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাকে আটক করা হয় বলে অভিযোগ করেছে কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, রোববার (৩ অক্টোবর) রাতে উত্তর প্রদেশের তিকোনিয়ার উদ্দেশে রওয়ান দেন প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের নেতারা। তবে পথে দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। লখিমপুর খেরির জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী জায়গাটিতে সম্প্রতি চার কৃষকসহ আটজন নিহত হন। সেই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে মামলাও হয়েছে।
প্যানডোরা পেপারস: পাকিস্তানিদের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি ইমরানের
প্যানডোরা পেপারসে নাম আসা নাগরিকদের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফাঁস হওয়া নথিতে ইমরান খানের মন্ত্রিসভার সদস্যসহ শত শত পাকিস্তানি নাগরিকের নাম উঠে এসেছে যারা অফশোর কোম্পানির মাধ্যমে গোপনে বিপুল সম্পদের মালিক হয়েছেন। কোনো ধরনের অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি।
এমএসএম/এএসএম