করোনায় ইউরোপে আরও ৫ লাখ মৃত্যু হতে পারে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৪ নভেম্বর ২০২১

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইউরোপে আরও অন্তত পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এমনই আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর এনডিটিভির।

সংস্থাটির ইউরোপ শাখার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগ বলেছেন, ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা, আগামী বছরের শুরুতেই মৃত্যুর সংখ্যা আরও অর্ধ মিলিয়ন (৫ লাখ) বেড়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ রয়েছে। এর মধ্যে রাশিয়া ও তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়।

চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ইউরোপে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়েছিল।

হান্স বলেন, সম্প্রতি ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণ যে গতিতে বাড়তে শুরু করেছে, তা না কমলে ফের বিপর্যয় অবশ্যম্ভাবী। এই পরিস্থিতিতে টিকাকরণ কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এ সব না-ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সেই অনুযায়ী করোনা-বিধি তৈরি করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মহামারির অবসানে বিশ্বজুড়ে টিকা কার্যক্রম দ্রুততার সঙ্গেই চলছে। তবে দরিদ্র দেশগুলো এক্ষেত্রে কিছুটা পিছিয়ে। ফলে করোনার টিকার সুষম বণ্টনে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।