নির্বাচনে দেবর, ভাবী ও ভাতিজা
প্রথম থেকে আনওয়ার উল সরওয়ার সাহিব, সেলিনা আকতার বানু ও মমিনুল ইসলাম জুটন
গাইবান্ধা পৌর নির্বাচনে এবার একই পরিবার থেকে তিনজন প্রতিযোগিতা করছেন। তারা হলেন সাবেক পৌর চেয়ারম্যান আনোয়ার-উল হাসান সবুরের বড় ভাবী সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আকতার বানু, তার দেবর মেয়র প্রার্থী আনওয়ার উল সরওয়ার সাহিব এবং সবুরের বড় ছেলে বর্তমান মেয়র শামছুল আলমের জামাই মমিনুল ইসলাম জুটন।
মেয়র প্রার্থী আনওয়ার উল সরওয়ার সাহিব এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন। সেলিনা আকতার বানু ইতোপূর্বে একবার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
আর মমিনুল ইসলাম জুটন ইতোপূর্বে উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। এবার তিনি ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
অমিত দাশ/বিএ