পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা শিনজো অ্যাবের


প্রকাশিত: ০৪:০১ এএম, ১৯ নভেম্বর ২০১৪

আগামী শুক্রবার জাপানের সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ফলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাবে। জাপানের অর্থনীতি ঢেলে সাজানোর অঙ্গীকার নিয়ে দুই বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তায় ধস নামে। এর অংশ হিসেবেই নির্ধারিত সময়ের দুই বছর আগেই সাধারণ নির্বচনের ঘোষণা দিলেন তিনি।

বর্তমানে শিনজো অ্যাবের দল লিবারেল ডেমোক্র্যাটসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধী দলের ছত্রভঙ্গ অবস্থার কারণে অ্যাবে ক্ষমতা আরো পাকাপোক্ত করার পরিকল্পনা করছেন। অ্যাবের জনপ্রিয়তায় নিম্মমুখি ধারা থাকলেও ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে অ্যাবে জয় লাভ করবেন বলেই ধরে নেয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।