ব্রাজিলে ভুল করে দুই নবজাতককে করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১

ব্রাজিলে দুই নবজাতককে ভুল করে করোনার ফাইজারের টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই মাস বয়সী এক কন্যা শিশু ও চার মাস বয়সী এক ছেলে শিশুকে ভুল করে ফাইজারের টিকা দেওয়া হয়। তাদেরকে হেপাটাইটিস-বি, টিটিনাসসহ অন্যান্য কয়েকটি রোগ প্রতিরোধী টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে ফাইজারের টিকার ডোজ দেওয়ায় গুরুতর পার্শপ্রতিক্রিয়ায় দেখা দেয় তাদের শরীরে। পরে হাসপাতালে ভর্তি করা হয় দুইজনকেই।

এ ঘটনার পর পরই টিকা দেওয়া ওই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটির তদন্তে নেমেছে প্রশাসন।

করোনার উপসর্গ আছে এমন পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর এমন দাবি প্রতিষ্ঠানটির। এরপর কয়েকটি দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়, তবে সতর্কতার সঙ্গে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে জানা গেছে, করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৬৭৪ জনের। মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১ জন।

সূত্র: এনডিটিভি, এএনআই

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।