যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০ লাখ মানুষের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
ছবি : সংগৃহীত

দৈনিক করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড করলো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) দেশটিতে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। বলা হচ্ছে,দেশটিতে এই মুহূর্তে নতুন ধরন ওমিক্রন সুনামি চলছে।

জন হপকিন্স ইউনিভার্সিটি একই সময়ে এক হাজার ৬৮৮ জনের মৃত্যু রেকর্ড করেছে। এর আগের দিন মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেন, করোনার সংক্রমণ উলম্ব গতিতে বাড়ছে। তবে সামনের সপ্তাহগুলোতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি।

ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার যে সংখ্যক করোনা শনাক্ত হয়েছে তা বিশ্বের মধ্যে রেকর্ড। দেশটিতে মাত্র চারদিন আগে শনাক্ত হয়েছিল পাঁচ লাখ ৯০ হাজার। যা এখন দ্বিগুণ হয়েছে।

শুধু তাই নয় মহামারি শুরু হওয়ার পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এর আগে কোনো দেশে এক দিনে এতো বেশি জনের করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশটির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে বিষয়টি।

২০২১ সালের ১৪ জানুয়ারি দেশটিতে রেকর্ড এক লাখ ৪২ হাজার রোগী হাসপাতে ভর্তি ছিল। ১১ সেপ্টেম্বরে যে সংখ্যা ছিল এক লাখ। তবে নভেম্বরে ভর্তি রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৪৫ হাজারে। তারপর থেকেই আস্তে আস্তে করোনার সংক্রমণ বাড়তে থাকে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দুই ধরন ডেল্টা এবং ওমিক্রনের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ)। এই বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস।

এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।