পশ্চিমবঙ্গে পিছিয়েছে ৪ পৌরসভার ভোট

জ্যোতির্ময় দত্ত জ্যোতির্ময় দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২২

ভারতের পশ্চিমবঙ্গে অবশেষে চার পৌরসভার ভোটের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন।

এক বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতকে সম্মান জানিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরে আগামী ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল।

রাজ্যে বর্তমানে যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে সেই পরিস্থিতিতে কিভাবে ভোট হবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলো। উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরাও। এরই মধ্যে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলায় শুক্রবার ভোট পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় হাইকোর্ট।

ভোটের তারিখে পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করা হয়েছে। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।

নবান্নের পক্ষ থেকে রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয় যে, কমিশন ভোট পিছিয়ে দিলে কোনও আপত্তি নেই সরকারের। শনিবার নবান্নের চিঠি পাওয়ার পরে ভোট পেছানোর সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।