পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ নামলো ৫ হাজারের নিচে, মৃত্যু ৩৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২৫ জানুয়ারি ২০২২
ছবি- সংগৃহীত

১ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ৫১২ জনের। তার পর থেকেই বাড়তে থাকে করোনার দৈনিক সংক্রমণ। তবে ২৪ জানুয়ারি ‌(সোমবার) আবারও শনাক্তের সংখ্যা ৫ হাজারের নিচে নামলো।

ভারতের ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৪৬।

সোমবার কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা ৪৯৬। রোববার এই সংখ্যা ছিল ৯৭৩। সোমবার মৃত্যু হয়েছে ৩৭ জনের।

এছাড়া উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৬৭৮। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। বীরভূমেও আক্রান্তের সংখ্যা কমে ৩০০ হয়েছে। নদিয়ায় নতুন করে আক্রান্ত ২৫০ জন। পূর্ব বর্ধমানেও আক্রান্তের সংখ্যা ১৫৩, যা রোববারের তুলনায় অনেকটা কম।

রোববার পশ্চিমবঙ্গে শনাক্তের হার ২২ দিন পর ১০ শতাংশের নিচে নেমে ৯.৫৩ শতাংশ হয়েছিল। সোমবার তা আরও কমে হয়েছে ৮.৮৪ শতাংশ।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।