ট্রাকচালকদের আন্দোলনে অচল হয়ে পড়েছে কানাডার রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

কানাডার রাজধানী অটোয়ায় করোনা বিধিনিষেধের বিরুদ্ধে এখনো চলছে আন্দোলন। দেশটির ট্রাকচালকরা এ আন্দোলন দীর্ঘ সময় চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

ট্রাকচালকরা এরই মধ্যে শহরের ট্রাফিক ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ও তাঁবু খাটিয়ে অবরোধ করে রেখেছে রাস্তা। অন্যদিকে শিশুরা বরফের মধ্যে খেলাধুলা করছে। ফলে দেশটির রাজধানী অটোয়া কার্যত অচল হয়ে পড়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে অচলাবস্থা।

এক সপ্তাহের বেশি সময় ধরে করোনা সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের বিক্ষোভের মুখে এরই মধ্যে অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র।

canada2

জিম ওয়াটসন বলেন, দিনকে দিন পুলিশের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চলমান বিক্ষোভ শহরের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

‘ফ্রিডম কনভয়’ নামে এই বিক্ষোভ শুরু হয়েছিল ট্রাকচালকদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা ও দেশটির সরকারের নেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির গুরুতর অসুস্থতার ঝুঁকি কমায় করোনা প্রতিরোধী টিকা। টিকার কারণে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা বিরল। অধিকাংশ কানাডিয়ান টিকার পক্ষে। দেশটিতে এ পর্যন্ত যোগ্য ৮৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।