সিবিআইকে তুলে দেওয়ার দাবি মমতার


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৩ নভেম্বর ২০১৪

পশ্চিমবঙ্গের আলোচিত সারদা আর্থিক কেলেঙ্কারি তদন্তে নিজ দলের রাজ্যসভার সদস্য সৃঞ্জয় বসুকে গ্রেফতারের পর সিবিআইকে তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বদলে নতুন সংস্থা তৈরির দাবি জানিয়েছেন তিনি।

নেতাজী ইনডোর স্টেডিয়ামে গতকাল শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সভায় এমপি, এমএলএ নেতাকর্মীদের সামনে তিনি কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাষ্ট্রপতির শাসন জারির কথা বলেন। পশ্চিমবঙ্গে বিরোধী দলে থাকাকালীন মমতা যে কোনো ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাতেন।

বানতলা গণধর্ষণ, ছোট আঙারিয়াকাণ্ড, বেহালা বিষতেলকাণ্ড, তাপসী মালিকের মৃত্যু, নন্দীগ্রামে গুলিবর্ষণের ঘটনা, জননী ইটভাটা কাণ্ড, রিজওয়ানুর রহমানের মৃত্যু, নেতাইকাণ্ড প্রতিটি ক্ষেত্রেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

সারদা কেলেঙ্কারিতে এ পর্যন্ত তৃণমূলের দুই সংসদ সদস্য গ্রেফতার হয়েছেন। এ ছাড়া সিবিআই মমতা সরকারের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে তলব করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।