বিশ্বজুড়ে আরও ২৭৮০ মৃত্যু, শনাক্ত ৯ লাখ ৩৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৯ মার্চ ২০২২
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নয় লাখ ৩৯ হাজার ৯৯১ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১১ লাখ ২০ হাজার ৫৪৫ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৫১ হাজার ৪৭০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ১১৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৭৫ লাখ ৮ হাজার ৫১৬ জন।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

jagonews24

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ৭২২ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৮৫৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ চার হাজার ২৪৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৬৮৫ জন।

ভারতে নতুন করে শনাক্ত হয়েছে ৯৯৯ জন এবং মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ২১ হাজার ৭২২ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৯৮ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৮২৯ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৮৬ জন, ইতালিতে ৯৫ জন, জাপানে ৬৮ জন, ইন্দোনেশিয়ায় ১০৪ জন, মেক্সিকোতে ১৫ জন, ফ্রান্সে ১৪৯ জন, জার্মানিতে ১৫৯ জন, রাশিয়াতে ৩৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ২৮৭ জন এবং হংকংয়ে মারা গেছেন ১৬৮ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগের চারদিন মৃত্যুশূন্য ছিল দেশ।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।