সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ মার্চ ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
যুদ্ধে জীবনযাত্রায় বড় প্রভাব স্পেনে
বিভিন্ন দেশের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ে ধাক্কা খেয়েছে স্প্যানিশরাও। জানা গেছে, মার্চে স্পেনের মূল্যস্ফীতি বেড়ে ৩৭ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এসময় মূল্যস্ফীতির হার দাঁড়ায় নয় দশমিক ৮ শতাংশে। ব্শ্বিব্যাপী পণ্যর দাম বাড়ায় দেশটির ওপর এ প্রভাব পড়েছে বলে জানা গেছে।
মোদীর সমালোচনা: সাংবাদিককে লন্ডন যেতে বাধা
ভারতের প্রখ্যাত সাংবাদিক ও অধিকারকর্মী রানা আইয়ুব। লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফ্লাইটে ওঠার কথা ছিল তার। কিন্তু এই সাংবাদিককে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। রানা আইয়ুব নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা সৌদি জোটের
ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের। বুধবার (৩০ মার্চ) থেকেই ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। আসন্ন রমজান মাসেও এই যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার রাতে তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ।
যুদ্ধে ইউক্রেন ছেড়েছে ৪০ লাখের বেশি মানুষ
ইউক্রেনে রাশিয়ার হামলার পর সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে দেশটির সাধারণ নাগরিকরা, বিশেষ করে নারী ও শিশুরা। মস্কোর ধারাবাহিক হামলায় এখনো ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে ইউক্রেনবাসী। তাদের প্রধান গন্তব্য ইউরোপের দেশ পোল্যান্ডে। জানা গেছে, এরই মধ্যে ৪০ লাখের বেশি ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।
অর্থ সংকটে অন্ধকারে শ্রীলঙ্কা
নানা সংকটে ভেঙে পড়েছে শ্রীলঙ্কার অর্থনৈতিক ব্যবস্থা। তীব্র সংকট দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রার অর্থাৎ ডলারের। এমন পরিস্থিতিতে দেশটির আমদানি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। বেড়ে আকাশচুম্বী হয়েছে তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এরই মধ্যে স্টেশনগুলোতে ফুরিয়ে গেছে তেল। লোডশেডিংয়ের কারণে নেমে এসেছে অন্ধকার।
ইউক্রেনে গভর্নরের কার্যালয়ে হামলায় নিহত ১২
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মিকোলেইভে গভর্নরের কার্যালয়ে রুশ বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০ জন। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মিকোলেইভের মেয়র ওলেকসান্দর সেনকেভিচ বলেন, ওই ভবনে কোনো সামরিক সদস্য সে সময় ছিলেন না। সেখানে শুধু রক্ষীরাই ছিলেন। এছাড়া বাকিরা ওই ভবনের কর্মী।
পাকিস্তানে সন্ত্রাসী হামলা, ৬ নিরাপত্তা কর্মকর্তা নিহত
পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে এবং আরও ২২ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ মার্চ) ওই হামলা ঘটনা ঘটেছে। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা সদরদপ্তরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
চীন সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর প্রথমবারের মতো চীন সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এরই মধ্যে তিনি বেইজিংয়ে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, ল্যাভরভ আফগানিস্তান ইস্যুতে দুটি বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এতে আরও অংশ নেবেন পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা।
কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের আট সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) এ ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কঙ্গোর ওই অঞলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে নামের তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাকী দুইজন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য।
৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেবে যুক্তরাষ্ট্র
করোনা প্রতিরোধে ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) এমন সিদ্ধান্তের কথা জানায় সংস্থা দুটি।
এমএসএম/এএসএম