চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৬ নভেম্বর ২০১৪

চীনের সিচুয়ান প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজন আহত হয়েছেন। কাংডিং জেলায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন বুধবার সকালে বলেছে, ভূমিকম্পের কারণে কিছু বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। এ ছাড়া টেলিযোগাযোগ ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। সিনহুয়া সংবাদদাতা জানান, ভূমিকম্পের সময় কাংডিং জেলার আটতলা ভবনে ঝাঁকুনির সৃষ্টি হয়। এতে শহরের বাসিন্দারা আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আছে।

এ ছাড়া ওই এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাত হাজার শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয়। তবে শিক্ষার্থীদের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া। শহরের বাসিন্দারা জানিয়েছেন, টেলিযোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩০.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০১.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এ ছাড়া ১৬ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ছিল বলে জানায় সংস্থাটি।

প্রসঙ্গত, শনিবার একই স্থানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পাঁচজন নিহত ও বেশ কিছু লোক আহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।