করোনায় আরও ১৭৭২ জনের মৃত্যু, শনাক্ত ৮ লাখ ৬৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১২ এএম, ২৩ জুলাই ২০২২
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৭৭২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৬৪ হাজার ৬০৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৯২৮ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৯৭৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৩৬ লাখ ৪৭৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৪ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন।

শনিবার (২৩ জুলাই) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৬ হাজার ৪৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৮৩৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫১ হাজার ৯১২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৭২ লাখ ২০ হাজার ৯৮৬ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৭৫ জন, স্পেনে ১৮১ জন, ইতালিতে ১৫৫ জন, ফ্রান্সে ১১৩, মেক্সিকোয় ১১৫ জন, রাশিয়ায় ৪১ জন, অস্ট্রেলিয়ায় ৬৪ জন এবং তাইওয়ানে ৮৬ জন মারা গেছেন।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৫৮ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৬২০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৮৯৯ জনে।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।