মহাকাশ থেকে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো পৃথিবীতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ৩১ জুলাই ২০২২
মহাকাশে রকেট পাঠানোর ফাইল ছবি

অবশেষে মহাকাশ থেকে চীনের রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো পৃথিবীতে। এটি ফিলিপাইনের সাগরে পড়েছে। চীনের সরকার এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (৩১ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের মহাকাশ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, লং মার্চ-৫বি রকেটের চূড়ান্ত পর্যায়ের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে প্রবেশের পর পুড়ে যায়।

২৪ জুলাই লং-মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করেছিল চিন। এতে ছিল একটি ল্যাব মডিউল। এর আগে চীনের পক্ষ থেকে জানানো হয় রকেটির ধ্বংসাবশেষ ভূমিতে পড়ার সম্ভাবনা খুবই কম। এটি কোনো সাগরে আছড়ে পড়তে পারে।

তবে রকেটটির কিছু অংশ জনবহুল এলাকায়ও পড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। ২০২০ সালে আইভেরি কোস্টে এরকম ঘটনা ঘটে ছিল।

তিয়ানগং নামের স্পেস স্টেশন নির্মাণ শুরু করেছে চীন। এতে পাঠানো হচ্ছে অনেক রকেট। এসব রকেট পৃথিবীতে নিয়ন্ত্রিত অবস্থায় ফিরে আসার সক্ষমতা কম।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।