সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ আগস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৯ আগস্ট ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ছেলের পর মেয়েকে কোম্পানির দায়িত্ব মুকেশ আম্বানির

চলতি বছরের জুন মাসে বড় রদবদল হয় রিলায়েন্স জিওতে। চেয়ারম্যান পদ ছাড়েন মুকেশ আম্বানি। ওই পদে বসেন মুকেশ-পুত্র আকাশ আম্বানি। তখনই জানা গিয়েছিল রিলায়েন্স রিটেলের চেয়ারম্যান হতে পারেন মুকেশ কন্যা ইশা আম্বানি। বাস্তবে তাই ঘটলো। এবার থেকে রিলায়েন্স রিটেলের নেতৃত্ব দেবেন মেয়ে ইশা। সোমবার (২৯ আগস্ট) মুকেশ আম্বানি এমন ঘোষণা দেন।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য এখনো ১০০ ডলারের ওপরে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। ওপেকের উৎপাদন কামানোর সম্ভাবনা ও লিবিয়ায় সংঘাতের ফলে সোমবার (২৯ আগস্ট) তেলের দামে প্রভাব পড়েছে। তাছাড়া মার্কিন ডলারের মূল্য বেড়ে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সোমবার ছয়টার দিকে দেখা যায়, ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক এক শতাংশ বেড়ে ১০১ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে এটির মূল্য বাড়ে ৪ দশমিক ৪ শতাংশ। তাছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১০ সেন্ট বা শূন্য দশমিক এক শতাংশ বেড়ে ৯৩ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে এটির দাম ২ দশমিক ৫ শতাংশ বাড়ে।

ইঞ্জিনে ত্রুটি, চাঁদে নাসার রকেট উৎক্ষেপণ স্থগিত

ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় চাঁদে রকেট উৎক্ষেপণ স্থগিত করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৩) স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছিল। এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান।

বিজেপিকে হারাতেই হবে: মমতা

ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে অযথা কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আমলে রাজ্যে যে সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে তার তুলনায় অভিযোগের সংখ্যা নগন্য বলেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন। কলকাতার মেয়ো রোডে সোমবার রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

চাকরি-কর্মক্ষেত্র সংস্কারে নজর অস্ট্রেলিয়ার, গুরুত্ব দক্ষকর্মীতে

চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চাকারি ও কর্মক্ষেত্র সংস্কারে নজর দেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। করোনা মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার পর্যায়ে দেশটির সরকার এ পদক্ষেপ নিচ্ছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সমর্থনে নাচের ছবি পোস্ট হিলারির

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। সম্প্রতি ৩৬ বছর বয়সী এই নারী প্রধানমন্ত্রীর একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মারিন। ফিনল্যান্ডবাসী তার এই আচরণের জন্য প্রবল সমালোচনা করেছিলেন। পার্টিতে উদ্যম নাচের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেমন সমালোচনা জুটেছিল, তেমন একাংশের থেকে সহানুভূতিও পেয়েছিলেন মারিন। এবার মারিনের পাশে দাঁড়ালেন হিলারি ক্লিনটন।

কয়েক শীত পর্যন্ত গ্যাস সংকট থাকতে পারে ইউরোপে

ইউরোপে আগামী কয়েক শীতে গ্যাসের সংকট থাকতে পারে। শেলের প্রধান নির্বাহী বেন ভ্যান বুরডেন নরওয়েতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। ফলে ইউরোপের বেশিরভাগ দেশেই ভয়াবহ সংকট দেখা দিয়েছে।

পারমাণবিক কেন্দ্রের কাছে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের একটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে। ওই ড্রোনটি রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে। পারমাণবিক কেন্দ্রের বর্জ্য পদার্থ জমা করা হয় এমন একটি ভবনের কাছেই ওই হামলা চালানো হয়।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সোমবার (২৯ আগস্ট) আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন। এ নিয়ে মাত্র দুদিনে তিনবার ভূমিকম্পে কাঁপলো দ্বীপটি। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ৭

যুক্তরাষ্ট্রে আবারও সাধারণ মানুষের ওপর চললো এলোপাতাড়ি গুলি। গত রোববার (২৮ আগস্ট) দেশটিতে দুটি শহরে পৃথক হামলায় অন্তত সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এনবিসি নিউজের খবরে জানা যায়, এদিন হিউস্টনে একটি বাড়িতে আগুন দেওয়ার পর বাসিন্দারা বাইরে বেরিয়ে এলে তাদের ওপর গুলি চালায় এক বন্দুকধারী। এতে অন্তত চারজন নিহত এবং দুজন আহত হন।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।