যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানছে হারিকেন ইয়ান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে বুধবার আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী হারিকেন ইয়ান। এতে ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বর্তমানে এটি হারিকেন ক্যাটাগরি-৪ রূপ নিয়েছে। ওই রাজ্যের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

হারিকেনটির ঘণ্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৫৫ মাইল। এটি অত্যন্ত বিপজ্জনক ৫ মাত্রার কাছাকাছি পর্যায়ে রয়েছে।

ফ্লোরিডার রাজ্যের গভর্নর শার্লোট বলেছেন, হারিকেন ইয়ান খুবই শক্তিশালী ঝড়। এখন লোকজনের অবস্থান পরিবর্তন করা ঠিক হবে না। যেখানে আছে সেখানে থেকেই ঝড়ের প্রস্তুতি নিতে হবে।

এর আগে সোমবার রাতে ক্যাটাগরি-২ হারিকেনে রূপ নিয়ে কিউবায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান। এতে কিউবায় পশ্চিমাঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে।

আরএডি

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।