সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ অক্টোবর ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
পারমাণবিক কেন্দ্রের ২ কর্মকর্তা অপহরণ, রাশিয়াকে দুষছে ইউক্রেন
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপহরণে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার এই অভিযোগ আনা হয়। দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র থেকে দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে রাশিয়া অপহরণ করেছে বলে জানানো হয়। দেশটির দক্ষিণাঞ্চলে ওই রাষ্ট্রীয় পারমাণবিক কেন্দ্র অবস্থিত। দীর্ঘদিন ধরেই ওই পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ রয়েছে রাশিয়ার হাতেই।
রাশিয়া পরমাণু হামলা চালাচ্ছে কি না বোঝা যাবে যেভাবে: দ্য ইকোনমিস্ট
গত ১৭ অক্টোবর বেলজিয়ামে ‘স্টেডফাস্ট নুন’ নামে একপাক্ষিক পারমাণবিক মহড়া শুরু করেছে ন্যাটো। ধারণা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে রাশিয়া নিজস্ব পারমাণবিক মহড়া চালাবে। চলতি বছরে এটি হবে তাদের দ্বিতীয় পারমাণবিক মহড়া। ন্যাটোর মহড়ায় অংশ নিচ্ছে ১৪টি দেশের মোট ৬০টি বিমান, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানও রয়েছে। ন্যাটোর দাবি, ইউক্রেন যুদ্ধের সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই। এটি রুটিনমাফিক প্রশিক্ষণ কার্যক্রম মাত্র।
আলোচনায় ইরানের শহীদ ১৩৬ বা কামিকাজে ড্রোন
ইউক্রেনে নতুন করে রুশ হামলায় আরও ২৫ জন নিহত ও একশ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে সম্প্রতি। রাজধানী কিয়েভ বলছে, যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আক্রমণাত্মক ছিল এই হামলা। গত ১০ অক্টোবর থেকে ইউক্রেনের রাজধানীসহ অন্তত ১০টি অঞ্চলে রুশ হামলা শুরু হয়। বলা হচ্ছে রুশ ক্ষেপণাস্ত্র হামলাসহ, এসব ঘটনায় ব্যবহার হয়েছে ইরানের তৈরি ড্রোন। ইউক্রেন কর্তৃপক্ষ এ অভিযোগ তুলে দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি থেকে সরে এলো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, পশ্চিম জেরুজালেমকে আর ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের নেওয়া ২০১৮ সালের সিদ্ধান্ত থেকে সরে আসলো দেশটির বর্তমান সরকার। ২০১৮ সালে মরিসন সরকার যখন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় তখন ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন এর তীব্র নিন্দা জানায়।
ভুলের জন্য ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস
যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট বাজারকে স্থিতিশীল করার জন্য প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পরিকল্পনার প্রায় সবকটি বাতিল করার পর, প্রধানমন্ত্রী নিজেই ভুল করার জন্য ক্ষমা চাইলেন। তবে তিনি পদত্যাগ করবেন না বরং টোরিদের পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেবেন বলে জানিয়ে দিয়েছেন। লিজ ট্রাস সোমবার (১৭ অক্টোবর) এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার ভুল সিদ্ধান্তের দায়ভার নিচ্ছি এবং দুঃখপ্রকাশ করছি’।
শ্রীলঙ্কায় কমলো জ্বালানি তেলের দাম
এবার জ্বালানি তেলের দাম কমালো শ্রীলঙ্কার সরকার। অক্টোবর মাসেই দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমালো অর্থনৈতিক গোলযোগে পড়া দেশটি। শ্রীলঙ্কার অর্থনীতি এ বছর ৯ দশমিক ২ শতাংশ সংকুচিত হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর মাঝে জ্বালানি তেলের দাম কমানো হলো।
এবার বুকার পুরস্কার পেলেন লঙ্কান লেখক শেহান করুনাতিলক
‘দ্য সেভেন মুনস অব মালি আলমিদা’-র জন্য এবছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলক। অতিপ্রাকৃতিক কাহিনী নিয়ে লেখা বিদ্রুপাত্মক উপন্যাস এটি, যেটি তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক সম্মাননা। ব্রিটেনের কুইন কনসর্ট ক্যামিলা শ্রীলঙ্কার এই লেখকের হাতে পুরস্কার তুলে দেন।
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৬ জন নিহত হয়েছে। কেদারনাথ শহরের কাছে তীর্থযাত্রীদের বহনকারী ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গারুদ চাট্টি ঝরনার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যেই ছয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
আলাস্কা উপকূল থেকে হঠাৎ গায়েব কয়েকশ কোটি কাঁকড়া
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে কয়েক বছর আগেও বিচরণ করতো বিভিন্ন প্রজাতির শত শত কোটি কাঁকড়া। কিন্তু হঠাৎ করেই সেগুলো উধাও হতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, ইতিহাসে প্রথমবারের মতো আলাস্কায় বেরিং সাগরের তীরে কাঁকড়া শিকার নিষিদ্ধ করা হয়েছে। বিপুল পরিমাণ কাঁকড়া এভাবে হারিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরাও।
চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হলো যাত্রীকে, ভিডিও ভাইরাল
চলন্ত ট্রেনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল দুই যাত্রীর। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। হঠাৎ একজনকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেন আরেক যাত্রী। এমন ভয়াবহ ঘটনার পরও কোনো বিকার নেই সেই লোকের। হেলেদুলে নিজের আসনে গিয়ে বসেন তিনি। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে।
কেএএ/এমএস