বিকাশ এজেন্টকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর কাফরুলে দুইজন বিকাশ এজেন্টকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টায় কাফরুলের ১৪ নম্বর সেকশনের স্টাফ কলেজের বিপরীতে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ দুই বিকাশ এজেন্টের নাম মো. মোশারফ ও আল আমিন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাফরুল থানা এলাকা ১৪ নং সেকশনের স্টাফ কলেজের বিপরিত গলিতে এ ঘটনা ঘটে।

আহতদের বরাত দিয়ে কাফরুল থানার পুলিশ জানায়, সকালে দুটি মোটরসাইকেলে ৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত তাদের সামনে থেকে গুলি করে মোশারফের কাছ থেকে ৮ লাখ ও আল আমিনের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।