ছাত্রীকে বিয়ে করতে লিঙ্গ বদল শিক্ষিকার
সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। মনের টান থাকলে সব সমস্যা উড়ে যায় প্রেমিক হৃদয়ের শক্তিতে। শুধু দরকার প্রিয়জনের সমর্থন, একটু পাশে থাকা। তেমনই এক অনন্য ভালোবাসার গল্প তৈরি হলো ভারতে। প্রেমিকা ছাত্রীকে বিয়ে করতে নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন রাজস্থানের এক শিক্ষিকা। প্রেমের পূর্ণতা দিতে মীরা থেকে আরভ কুন্তাল বনে গেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, রাজস্থানের ভরতপুরে একটি স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা ছিলেন মীরা। সেখানেই ছাত্রী কল্পনা ফৌজদারের সঙ্গে পরিচয় তার।
কল্পনা কাবাডি খেলোয়াড়। আগামী জানুয়ারিতে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে দুবাই যাওয়ার কথা রয়েছে তার। আরভ (আগের মীরা) জানান, স্কুলে খেলার মাঠে আলাপচারিতার সময় কল্পনার প্রেমে পড়ে যান তিনি।
আরও পড়ুন>> লটারিতে ৩০০ কোটি টাকা জিতেও স্ত্রীর কাছে গোপন রেখেছিলেন তিনি
আরও পড়ুন>> পরকীয়া জেনে প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী!
নারী থেকে পুরুষ হয়ে ওঠার পথটা কেমন ছিল? আরভ বলেন, আমি মেয়ে হয়ে জন্মালেও সবসময় পুরুষ হতে চেয়েছি। অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করতে উৎসাহী ছিলাম। ২০১৯ সালের ডিসেম্বরে আমার প্রথম অস্ত্রোপচার করা হয়। আর ভালোবাসায় সব কিছুই ঠিক। সেই জন্যই লিঙ্গ পরিবর্তন করেছি।
তবে প্রেমিকা বলছেন, লিঙ্গ পরিবর্তন না করলেও আরভকেই বিয়ে করতেন তিনি। বিয়ের পরে কল্পনা বলেন, প্রথমদিন থেকেই আমি ওকে ভালোবাসি। যদি লিঙ্গ পরিবর্তন না-ও করত, তাহলেও আমি আরভকেই বিয়ে করতাম। কিন্তু ও যখন লিঙ্গ পরিবর্তন করতে চাইলো, তখন সেই সিদ্ধান্তকে সমর্থন করেছি। অস্ত্রোপচারের সময় আমি নিজে ওর সঙ্গে গিয়েছিলাম।
আরও পড়ুন>> প্রেমিকার সঙ্গে শপিংয়ে গিয়ে স্ত্রীর হাতে ধরা যুবক, খেলেন পিটুনি
আরও পড়ুন>> স্বামী মরছেন না, ‘হতাশায়’ কফিন বিক্রির সিদ্ধান্ত স্ত্রীর!
ভারতে এ ধরনের ঘটনা অপ্রচলিত হলেও উভয়ের পরিবারই এই বিয়ে মেনে নিয়েছে বলে জানা গেছে।
কেএএ/