স্বামী মরছেন না, ‘হতাশায়’ কফিন বিক্রির সিদ্ধান্ত স্ত্রীর!

যা ভেবেছিলেন তার চেয়েও বেশিদিন বেঁচে রয়েছেন স্বামী। তাই তার জন্য কেনা কফিন কোনো কাজে আসছে না। ফলে অনেকটা বাধ্য হয়েই সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। দিয়েছেন বিজ্ঞাপনও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার সেই বিজ্ঞাপন।
জানা গেছে, স্কটল্যান্ডের ইসডেল দ্বীপের বাসিন্দা ওই নারীর নাম মার্গারেট স্টেবলস। ফেসবুকে পণ্য কেনাবেচার একটি গ্রুপে সম্প্রতি তিনি একটি কফিন বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন।
মার্গারেট লিখেছেন, একটি নতুন কফিন বিক্রি হবে। এটি আমার স্বামীর জন্য কিনেছিলাম। কিন্তু যা ধারণা করেছিলাম, তিনি তার চেয়েও বেশি দিন বেঁচে রয়েছেন। ফলে কফিনের প্রয়োজন নেই। এটি অযথাই ঘর দখল করে রয়েছে।
পোস্টে তিনি আরও লিখেছেন, কফিন বিক্রি করলেও তার মধ্যে থাকা বালিশ দেওয়া হবে না। কারণ ওই বালিশ আমার কুকুর দখল করেছে।
স্কটল্যান্ডে কফিন বিক্রির এই বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বামীর মৃত্যুর আগেই তার জন্য স্ত্রীর কফিন কিনে রাখার ঘটনায় মজা পেয়েছেন অনেকে।
একজন লিখেছেন, আজকের দিনে আমার দেখা সেরা পোস্ট। আরেকজন নিশ্চিত হতে চেয়েছেন, এটি নিশ্চয়ই রসিকতা ছিল?
কফিনটিকে ইঙ্গিত করে এক নেটিজেন মজা করে বলেছেন, যারা এক রুমের ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এটি সেরা।
সূত্র: সংবাদ প্রতিদিন
কেএএ/