ছেলেদের ছেলে ও মেয়েদের মেয়ে হিসেবে থাকা উচিত
ছেলেদের ছেলে ও মেয়েদের মেয়ে হিসেবে থাকা উচিত বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। মঙ্গলবার দেশটিতে জেন্ডার নিয়ে চলা বিতর্কের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন অ্যাবোট।
ক্রিসমাসকে সামনে রেখে দেশটিতে খেলনা পুতুলের জেন্ডার নির্ধারণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। চলমান বিতর্কের প্রেক্ষাপটে চ্যানেল নাইন টেলিভিশনকে তিনি বলেন, সন্তানের জন্য যা সর্বোত্তম, বাবা-মায়ের তা-ই করা উচিত।
অ্যাবোট আরও বলেন, ছেলেদের ছেলে এবং মেয়েদের মেয়ে থাকতে দিন -এটাই আমার সব সময়কার দর্শন। সবকিছুর ঊর্ধ্বে, সন্তানের জন্য বাবা-মা যা ভালো মনে করেন, তাদের সেটাই করতে দিন।
‘নো জেন্ডার ডিসেম্বর’ শীর্ষক প্রচারে দেশটিতে জেন্ডার নিয়ে বিদ্যমান গৎ ভাঙার আহবান জানানো হচ্ছে। এই প্রচারের উদ্দেশে খেলনা হিসেবে মেয়েদের জন্য পুতুল ও ছেলেদের জন্য গাড়ি কেনার যে গৎ প্রচলিত আছে, তা ভাঙা। -এএফপি