সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা
নব্বইয়ের দশকে কথিত ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন লেখক ই. জিন ক্যারল। ক্যারলের বয়স এখন ৭৮ বছর। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে কার্যকর হওয়া অ্যাডাল্ট সারভাইভার্স অ্যাক্ট নামে নতুন একটি আইনের আওতায় নিউইয়র্কে এই মামলাটি দায়ের করেছেন। এ আইনে তিনিই প্রথম কোনো মামলা করলেন।
ধর্ষণের দায়ে কানাডিয়ান পপ তারকার ১৩ বছর কারাদণ্ড
চীনা বংশোদ্ভূত কানাডিয়ান এক পপ তারকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বেইজিংয়ের একটি আদালত। ধর্ষণসহ বেশকিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। বেইজিংয়ের চেয়াং জেলার আদালত জানায়, ২০২০ সালের নভেম্বর থেকে ডিসেম্বরে উ ইফান নামের ওই পপ তারকা তিনজনকে ধর্ষণ করেন।
হাসপাতালে দালালচক্র দেখলেই খবর দিন: মমতা ব্যানার্জী
‘গাইনি চিকিৎসককে কল দিলেই আসতে হয়। তাদের গাফিলতিতে মৃত্যু হলে চিঠি লিখুন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে দালালচক্র দেখলেই পুলিশে খবর দিন’ ।শুক্রবার (২৫ নভেম্বর) বিধানসভায় অধিবেশন চলাকালীন প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানান দিতে এমন মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
নজিরবিহীন বৃষ্টিতে তলিয়ে গেছে জেদ্দাসহ সৌদির পশ্চিমাঞ্চল, নিহত ২
জেদ্দাসহ সৌদির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টি দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে সেখানের অধিকাংশ এলাকা। কর্মকার্তারা জানিয়েছেন, পরিস্থিতি অবনতি হওয়ায় এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বিলম্বিত হচ্ছে ফ্লাইট পরিচালনা। মক্কার আঞ্চলিক সরকার এক টুইট বার্তায় জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া সেখানে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
ইউক্রেন যুদ্ধের চেয়ে ইউরোপে বেশি মানুষ মরবে জ্বালানির দামবৃদ্ধিতে
যুদ্ধে জিততে হলে পুতিনকে এমন কৌশলের আশ্রয় নিতে হবে, যাতে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা বন্ধ করে। আর এই শীতেই হয়তো সুযোগের চরম সদ্ব্যবহার করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন শীতে ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ রাখাটাই হতে পারে রুশ প্রেসিডেন্টের জন্য তুরুপের তাস।
জীবনযাত্রার ব্যয় কমানোই প্রথম কাজ: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী
দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোই প্রথম কাজ, বললেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমার অগ্রাধিকার এখন জীবনযাত্রার ব্যয়ের সমাধান করা’। অর্থনৈতিক গতি কমে যাওয়া মালয়েশিয়ায় গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফের করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে চীনে
করোনা সংক্রমণের রেকর্ড প্রতিদিনই ভাঙছে চীনে। শুক্রবার (২৫ নভেম্বর) করোনা সংক্রমণের নতুন রেকর্ডের খবর পাওয়া গেলো। গত মধ্য এপ্রিলে যে পরিমাণ দৈনিক করোনা রোগী শনাক্ত হয়েছিল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে দেশটির বাণিজ্যিক হাব সাংহাইয়ের আড়াই লাখ বাসিন্দা লকডাউনের আওতায় রয়েছে গত দুমাস ধরে। বেইজিংয়ে বন্ধ রয়েছে স্কুল।
ইউরোপে তীব্র গরমে অতিরিক্ত ২০ হাজার মানুষের মৃত্যু
ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, স্পেন ও ব্রিটেনে এবারের গ্রীষ্মকালে তীব্র গরমে অতিরিক্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০২২ সালে প্যারিস থেকে লন্ডন পর্যন্ত তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ছিল। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ছাড়া এ ধরনের উচ্চ তাপমাত্রা ‘কার্যত অসম্ভব’।
পূর্ব ইউরোপে অস্ত্রের রমরমা ব্যবসা
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে গত আট মাস ধরে। এখনও যুদ্ধ থামার লক্ষণ নেই বরং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে ইউক্রেন। আর এতে রসদ সরবরাহ করছে পশ্চিমা দেশগুলো। ফলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব ইউরোপের সমরাস্ত্র শিল্পের চিত্র পুরোটাই বদলে গেছে। অঞ্চলটির বিভিন্ন দেশের সমরাস্ত্র সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।
রাশিয়ায় শপিংমলে বন্দুক হামলা, নিহত ৪
রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর ক্রিমস্কের একটি শপিংমলে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস এ তথ্য জানায়। তাসের প্রতিবেদন অনুযায়ী, বন্দুক হামলায় নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছেন। হামলায় প্রাণহানির ঘটনা তদন্তের জন্য স্থানীয় প্রসিকিউটরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এমএসএম/এএসএম